গাজীপুরের টঙ্গীতে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শেখ রাজীব হাসান
টঙ্গীর পাগাড় এলাকায় গতকাল শনিবার সকালে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, পিপিএম-সেবা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর আসাদুর রহমান কিরন, অতিরিক্ত পুলিশ কমিশনার আজাদ মিয়া প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক সৈয়দ আতিক, গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী শিরিন শহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমা বেগম, টঙ্গী পশ্চিম থানা মহিলা আওয়ামী লীগের আহবায়ক আয়েশা আক্তার আশা, মুফতি তাজুল ইসলাম ফারুকী, বিউটি খানম, মনিরুজ্জামান প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজ থেকে নারী ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে পুলিশ বাহিনী সদা প্রস্তুত রয়েছে। এলাকায় কোন অসঙ্গতি চোখে পড়লে সাথে সাথে পুলিশকে অবহিত করতে অনুরোধ জানানো হয়।